TOP 5 Best Domain Hosting Company in Bangladesh
গত পোস্টে আমি ওয়ার্ল্ড ওয়াইড বেস্ট পাঁচটি হোস্টিং সম্পর্কে লিখেছিলাম। আজকে আমি আপনাদের বাংলাদেশি কিছু হাই কোয়ালিটি হোস্টিং প্রোভাইডারদের সাথে পরিচয় করিয়ে দেবো। আমি এখন যেসব হোস্টিং এর নাম উল্লেখ করব সেগুলো আমি নিজে ব্যবহার করে দেখেছি এবং তারপরেই আপনাদের জন্য সাজেস্ট করতেছি। তাহলে চলুন দেখে আসা যাকঃ
০১. সর্বপ্রথম আমি এখানে Hostnin কে রেখেছি।
এখন আপনি হয়তো বলতে পারেন দেশে তো আরো কত নামিদামি হোস্টিং প্রোভাইডার আছে। তাহলে আমি সর্বপ্রথম কেন এই Hostnin কে রেখেছি? আমি এখানে আগেই বলেছি আমি যেগুলোর নাম সাজেস্ট করতেছি সেগুলো আমি নিজে এক্সপেরিয়েন্স করে দেখেছি। আপনি যদি তাদের ওয়েবসাইটে যান এবং সেখান থেকে ওয়েব হোস্টিং সিলেক্ট করেন আপনি তাদের প্যাকেজগুলি দেখতে পারবেন। ওয়েব হোস্টিং এর দাম তুলনামূলক একটু বেশি হয়ে থাকে। তবে আপনি যদি ওয়েবসাইট স্পিড নিয়ে চিন্তিত থাকেন তাহলে আমি বলব কোন ধরনের চিন্তা ছাড়াই ওয়েবস্টিং এর যে কোন একটি প্যাকেজ আপনি চুজ করতে পারেন। আপনার ব্যবসার ধরন অনুযায়ী আপনি আপনার প্রয়োজনীয় প্ল্যান বেছে নিতে পারেন।
এছাড়াও তাদের ক্লাউড হোস্টিং, শেয়ার হোস্টিং, বিডিআইএক্স হোস্টিং, রিসেলার হোস্টিং এবং ওয়ার্ডপ্রেস হোস্টিং ইত্যাদি হোস্টিং প্যাকেজ রয়েছে। ক্লাউড হোস্টিংও বাজেটের মধ্যে দুর্দান্ত পারফরম্যান্স করে। তবে ওয়েব হোস্টিং আমি আপনাকে ১০০% রিকমান্ডেড করব। আপনি আশা রাখতে পারেন ওয়েব সাইট স্পিড নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না।
একটা সার্ভিস প্রোভাইডারদের থেকে সার্ভিস নেওয়ার পরে সবচাইতে জরুরি বিষয় হচ্ছে কাস্টমার সাপোর্ট। আমি যদি তাদের কাস্টমার সাপোর্টের জন্য মার্ক দেই তাহলে আমি তাদের ১০০ তে ১০০ দিবো। দিন রাত ২৪ ঘন্টার যেকোনো সময় যেকোনো মুহূর্তে তাদের সাপোর্ট এজেন্ট খুব দুর্দান্ত সাপোর্ট আপনাকে দেবে। যার কারণে আপনি পাচ্ছেন ইনস্ট্যান্ট সলিউশন।
০২. এরপরেই আমি Hostseba কে রাখবো।
এবার চলুন দেখে আসা যাক আমি হোস্টসেবা কে কেন রাখলাম? আমি রিসেন্টলি হোস্ট সেবা থেকে একটি 5gb হোস্টিং প্যাকেজ কিনেছিলাম (আপনি অবশ্যই আপনার প্রয়োজন অনুযায়ী নিতে পারেন)। আমার এই প্যাকেজটি ছিল তাদের শেয়ার হোস্টিং এর “USA Cheap Hosting”